বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল।
কিউইদের বোলিংয়ের চাপে পড়ে বাংলাদেশ দল ২৪৪ রান করে সব উইকেট হারিয়ে। বাংলাদেশের শুধুমাত্র সাকিব ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। করলেন ৬৮ বলে ৬৪ রান। ৭ টি চার মারেন তিনি।
বোলিংয়ে এসেও অপ্রতিরোধ্য সাকিব! নিউজিল্যান্ডের দলীয় ৩৫ রানেই সাকিব আঘাত হানে। মার্টিন গাপটিলের উইকেট তুলে নেন সাকিব। এর কিছুক্ষন পরেই দলীয় ৫৫ রানের সময় আবারো সাকিবের হানা কিউই শিবিরে।এবার কলিন মুনরোর উইকেট তুলে নিলেন সাকিব।
আর এই দুই উইকেট নেওয়ার মাধ্যমে তাদের স্পিনার রবিচন্দ্র আশ্বিনকে টপকে গেলেন সাকিব। আন্তর্জাতিক ম্যাচে রবিচন্দ্র আশ্বিনের উইকেটের সংখ্যা ছিলো ৫৪৪ টি। আজকের ম্যাচে সাকিব দুইটি উইকেট নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫৪৫ টি পূরণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।