এবারের বিশ্বকাপটা যেনো সাকিবের জন্য হয়ে উঠেছে মাইলফলক স্পর্শ করার বিশ্বকাপ। বিশ্বকাপের শুরু থেকেই দূর্দান্ত ফর্মে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে সাকিব ছিলেন সর্বোচ্ছ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে। এর মধ্যে এক ম্যাচে সেঞ্চুরি এবং দুই ম্যাচে রয়েছে হাফসেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করেন সাকিব। এছাড়াও দ্রুততম সময়ে নিজের ৫০০০ রান এবং ২৫০ টি উইকেট তুলে নিয়ে এলিট ক্লাবে প্রবেশ করে সাকিব।
ব্যাট হাতে আরো একটি রেকর্ড গড়েন সাকিব। প্রথম অলরাউন্ডার হিসেবে র্যাংকিংয়ে শীর্ষে থেকে তিনটি বিশ্বকাপ খেলেন সাকিব। আর ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার কীর্তিও গড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়াও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাট মিলে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
আর আজ উইন্ডিজের বিপক্ষে আরো একটি মাইলফলক কড়া নাড়ছে সাকিবের দরজায়৷ আজকের ম্যাচে মাত্র ২৩ রান করলেই ওয়ানডেতে নিজের ৬০০০ রান পূর্ণ করবে বিশ্বসেরা এই অলরাউন্ডার।