মৌসুমের শুরুর দিকে নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে হোঁচট খেয়েছিল রিয়েল মাদ্রিদ। এবার আবারো সেই লেভান্তে, এবারো জয় বঞ্চিত রোনালদো-বেলরা।
শনিবার রাতে লিগ পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দল লেভান্তের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়েল মাদ্রিদ। এর আগে সেপ্টেম্বরে রিয়েলকে তাদের নিজেদের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছিলো লেভান্তে। ম্যাচে বেল-রোনালদোকে নিয়ে অনেক আশার কথা শুনিয়েছল রিয়েল বস জিদান। কিন্তু কোচের আস্থার প্রতিদান দিতে পারেনি তারা। সহজ সহজ সুযোগ নষ্ট করে আবারো জয় বঞ্চিত করলো রিয়েল মাদ্রিদকে।
ম্যাচে ১১ তম মিনিটে প্রথম সুযোগ পেয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক সার্জিয় রামোস। টনি ক্রুসের কর্নার থেকে হেডে দারুণ এক গোল করেন স্প্যানিশ এই ডিফেন্ডার। এরপর আক্রমণ আরো বারিয়ে দেয় রিয়েল। কিন্তু রোনালদোর ব্যর্থতায় সেগুলো গোলে রুপ নেইনি।
উল্টো ম্যাচে ৪২ তম মিনিটে গোল হজম করতে হয় রিয়েল মাদ্রিদকে। ঘানার ফরোয়ার্ড এমুনোয়েল বোয়াটেংয়ের গোলে সমতায় ফেরে লেভান্তে। ম্যাচে ৭৪ মিনিটের সময় শট গোলে তখনই এগিয়ে যেতে পারতো, কিন্ত সেই যাত্রাও বেচে যাই লেভান্তে।
এর সাত মিনিট পর আবারো এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ বাইলাইন থেকে বেনজেমার বাড়ানো বল জোরালো শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি রিয়েল, ম্যাচের ৮৯ মিনিটে গোল করে বসে লেভান্তের ইটালিয়ান ফরোয়ার্ড পাজ্জিনি।
১ পয়েন্ট নিয়ে করে মাঠ ছাড়ে দুই দল। এ নিয়ে ষষ্ঠ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়েল মাদ্রিদ। আর শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৫৭।