নিজের মাঠে বার্সেলোনাকে হারিয়ে ছিল এস্পানিওল। তাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে জিততে হবে ২-০ গোলে। এমন পরিসংখ্যানে কোপা ডেল রের ম্যাচে গত রাতে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামে বার্সা। আর সেই ম্যাচে ২-০ গোলের দারুণ এক জয় পাই মেসি সুয়ারেজরা।
আক্রমনভাগের দুই তারকা মেসি ও সুয়ারেজের গোলে ২-১ এর অগ্রগামিতাই এস্পানিওলকে হারিয়ে কোপা ডেল রের শেষ চারে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।
গতরাতে ম্যাচের প্রথম ২৫ মিনিটে দুইবার বল জালে পাঠেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। ম্যাচের নবম মিনটে ভিদালের ক্রস থেকে ছয় গজ বক্সে পেয়ে দারুণ হেডে লক্ষ্যবেধ করে উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
এর ষোল মিনিট পর প্রতিপক্ষের ভুলের সুযোগে ডি বক্সের বাহির থেকে বাঁ পায়ের জোড়ালো শটে ব্যবধান দিগুণ করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
ম্যাচের ৬৮ মিনিটের সময় ইনিস্তাকে বসিয়ে সদ্য বার্সাতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কৌটিনহোকে নামান কোচ ভালর্ভাদে। বার্সেলোনার জার্সি পরে অভিষেক হওয়ার এক মিনিটের মাথায় ফ্রি-কিক আদায় করে নেন এই মিডফিল্ডার।
এই ম্যাচে পরো ৯০ মিনিট আক্রমন করেছিল বার্সা। তবে আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সাকে।
স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টর সেমি ফাইনালে উঠা বাকি তিনটি দল হলো সেভিয়া, লেগানেস, ও ভেলেন্সিয়া।