প্লে-অফের আশা বাচিঁয়ে রাখার ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে আজ মাঠে নামে কুমিল্লা ওয়ারিয়র্স। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ১৪১ রান তুলে সিলেট থান্ডার।
জবাবে ব্যাট করতে নেমে সিলেট থান্ডারের বোলিং চাপে পড়ে কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা৷ ৩০ রানে ৩ উইকেট হারিয়ে প্রায় দিশেহারা কুমিল্লার ব্যাটিং। ডাওয়িড মালান ছাড়া সবাই একে একে সাঝঘরে ফিরে যাচ্ছিলো। এরপর কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটিংয়ের হাল ধরেন সৌম্য সরকার৷
মালানের সাথে জুটি বেঁধে ব্যাটিং তান্ডব চালাতে থাকেন সৌম্য৷ ১০৪ রানে মালান আউট হলেও ব্যাটিংয়ে ভরসা হয়ে টিকে থাকেন সৌম্য। তুলে নেন দূর্দান্ত একটি হাফসেঞ্চুরি। ১৭৬.৬৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করা সৌম্য সরকার ৩০ বলে ৫৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিলো ৬ টি চারে এবং ২ টি ছক্কায়। সৌম্য সরকারের ব্যাটিং নৈপুণ্যতায় ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স।