আগামী বছর মার্চে পর্দা উঠতে যাচ্ছে আইপিএল ২০২০ এর আসরের। আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ২০২০ আইপিএলের নিলাম। ২০২০ আইপিএলের এই নিলামে ছিলো পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। যার মধ্যে একজন হলেন মুশফিকুর রহিম।
মূলত আইপিএল খেলতে আগ্রহী ছিলেন না মুশফিকুর রহিম। তাই আইপিএলের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি তিনি। কিন্তু পরবর্তীতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয় বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে।
কিন্তু অবাক করার ব্যাপার হলো আজ অনুষ্ঠিত হওয়া আইপিএলের নিলামে অবিক্রিত থেকেই গেলেন মুশফিকুর রহিম। আইপিএলের কোনো দলই মুশফিককে দলে নেয়নি। নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছিলো ৭৫ লাখ রুপি।