আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। এরই মধ্যে ২০২০ আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কতৃপক্ষ। দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে মোট নিবন্ধন করেছিলো ৯৯৭ জন ক্রিকেটার। তার মধ্যে ৩৩২ জনকে চূড়ান্ত তালিকার জন্য বেছে নেওয়া হয়েছে।
আর এই চূড়ান্ত তালিকায় বাংলাদেশি একজন ক্রিকেটারের নাম আগেই জানা গিয়েছিলো। তিনি হলেন মুশফিকুর রহিম। এবার জানা গেলো এই চূড়ান্ত তালিকায় শুধু মুশফিক নয় থাকছেন বাংলাদেশের আরো চারজন খেলোয়াড়।
আজ ১৩ ডিসেম্বর(শুক্রবার) আইপিএলের চূড়ান্ত তালিকায় থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে আইপিএল কতৃপক্ষ। আর তাতেই জানা গেলো মোট পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার থাকছে ২০২০ আইপিএলের নিলামে।
২০২০ আইপিএলের নিলামে যে পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন তারা হলেন ঃ-
মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন।
এই পাঁচজন খেলোয়াড়ের নাম ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলামে উঠবে।