বাংলাদেশ দলের বোলিং এর থেকে ব্যাটিং নিয়েই বেশি সাড়া জাগে ক্রিকেট আঙিনায়৷ যার কারনে কিছু পারফরম্যান্স ক্রিকেট বিশ্বে তেমন কোনো মাতামাতি জাগায় না। কিন্তু গত দুইবছর এর বোলিং এর সমীকরণ মেলালে দেখা যায় বাংলাদেশ সবচেয়ে কিপটে বোলিং করেছে অন্যসব দল থেকে।
এ তালিকায় অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো দলদেরকেও পেছনে ফেলে দিয়েছে টাইগার বোলাররা। এছাড়াও অন্যসব দলগুলোও বাংলাদেশ থেকে ওভার প্রতি বেশি রান দিয়েছে।
এই সমীকরণের তালিকায় সবচেয়ে খরুচে বোলিং করেছে ইংল্যান্ড। ৪৩ টি ম্যাচ খেলে ইংল্যান্ডের ইকোনমি রেট ৫.৭৪।
খরুচে বোলিং এর তালিকায় দুই নাম্বারে রয়েছে অস্ট্রেলিয়া। ৪৬ টি ম্যাচ খেলে তাদের ইকোনমি রেট ৫.৭৩। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪১ ম্যাচে ইকোনমি রেট ৫.৬৭ উন্ডিজের।
সবচেয়ে বেশি খরুচে বোলার এর তালিকায় চতুর্থ স্থান দখল করেছে শ্রীলঙ্কা ৷ ৩৪ টি ম্যাচে তাদের ইকোনমি রেট ৫.৬১। চমক দেয়া আরব আমিরাত রয়েছে পঞ্চম স্থানে। মাত্র ১৮ ম্যাচে তাদের ইকোনমি রেট হচ্ছে ৫.৩৬। এরপরে অবস্থান করছে নিউজিল্যান্ড ৫.২৭ ইকোনমি রেট নিয়ে। সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৩৬ টি ম্যাচে ইকোনমি ৫.২১।
এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ৩৭ টি ম্যাচে তাদের ইকোনমি ৫.১৫। নবম স্থানে অবস্থান করছে ভারত। ৫৯ টি ম্যাচ খেলে তাদের ইকোনমি ৫.০৯। দশম স্থান অধিকারি অর্থাৎ ওভার প্রতি সবচেয়ে কম রান দেওয়া দল হচ্ছে বাংলাদেশ। ৩৫ ম্যাচে ইকোনমি রেট ৫.০৮। যা সব দলের বোলিং থেকে বাংলাদেশকে এগিয়ে রেখেছে।