ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে টানা ২ ম্যাচে হারিয়ে ইতিমধ্যে ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। আর এই দুই ম্যাচেই টাইগারা ছিলো ব্যাট ও বল হাতে উজ্জ্বল৷ টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা দুই ম্যাচেই ফাউন্ডার অফ দ্যা ম্যাচের পুরষ্কার জিতেছেন। অসাধারণ বোলিং করে দুই ম্যাচে ৩ টি করে মোট ৬ টি উইকেট তুলে নেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্ছ উইকেট শিকারির তালিকায় শীর্ষ ৫ জনের মধ্যে আছেন মাশরাফি বিন মুর্তজা।
৭৫ ম্যাচে ৯৭ টি উইকেট নিয়ে তিনি অবস্থান করছেন তালিকার পাঁচ নম্বরে।
এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ১০৯ ম্যাচে ১৫৮ টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।
দ্বিতীয় স্থান দখল করেছেন সাউথ আফ্রিকার সাবেক বোলার ও অধিনায়ক শোন পলক। ৯৭ ম্যাচে ১৩৪ টি উইকেট শিকার করেন তিনি।
তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। ১৩৯ ম্যাচে ১৩১ টি উইকেট নিয়েছেন তিনি।
৬২ ম্যাচে ৯৭ টি উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস।
টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা আর মাত্র তিনটি উইকেট শিকার করলে অধিনায়ক হিসেবে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন।